শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নত হতে পারে না। যে জাতী যত বেশী শিক্ষিত সে জাতী তত বেশী উন্নত। ব্রাক স্কুল টি সোমভাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দেপাশাই গ্রামে অবস্থিত। এই স্কুলটি একজন মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই উদ্যোগ ব্যাক প্রতিষ্ঠানের একটি যুগান্তকারী কার্যক্রম। গ্রামের গরিব ঘরের ছেলে মেয়েরা এই বিদ্যালয়ে লেখা পড়া শিখছে।
সোমভাগ ইউনিয়ণ পরিষদ কার্যালয় হইতে হাফ কেোমিপটার উত্তরে দেপাশাই গ্রামের এই বিদ্যালয়টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস