Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

প্রকৌশল বিভাগের সেবা সমূহঃ

১। ইমারতের নক্সা অনুমোদন।

২। অনাপত্তি সনদ।

৩। রাসত্মা কর্তন ও অনুমতি (গ্যাস/পানি লাইন ইত্যাদি নেয়ার জন্য)।

৪। রোড রোলার ভাড়া প্রদান।

৫। বৈদ্যুতিক বাতির ব্যবস্থা।

 

প্রশাসন বিভাগের সেবা সমূহঃ

১। জাতীয়তা/নাগরিক সনদ পত্র।

২। উত্তরাধিকারী সনদ।

৩। আর্থিক অনুদান।

৪। জাতীয় দিবস পালন।

 

এসেসমেন্ট বিভাগের সেবা সমূহঃ

১। হোল্ডিং নম্বর প্রদান।

২। হোল্ডিং নাম পরিবর্তন।

৩। হোল্ডিং নম্বর পৃথকীকরণ।

 

কর আদায় ও লাইসেন্স শাখার সেবাসমূহঃ

১। ট্রেড লাইসেন্স প্রদান।

২। রিক্সা/ভ্যান/ঠেলাগাড়ীর লাইসেন্স প্রদান।

 

পৌর বাজার শাখার সেবাসমূহঃ

১। বাজার/মার্কেট/দোকান ভাড়া ও আদায়।

 

স্বাস্থ্য শাখার সেবাসমূহঃ

১। জন্ম সনদ প্রদান।

২। মৃত্যু সনদ প্রদান।

৩। ইপিআই কার্যক্রম।

৪। পশু জবাইয়ের স্থান পরিদর্শন ও মাংসের গুনগতমান নিশ্চিত করণ।

৫। গনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড।

 

পরিচ্ছন্নতা শাখার সেবাসমূহঃ

১। ড্রেন ও রাসত্মা পরিষ্কার।

২। কঠিন আর্বজনা অপসারণ।

৩। কুকুর নিধন।

৪। মশক নিধন।