ধামরাই পৌরসভা কার্যালয়
ধামরাই, ঢাকা।
সভার স্থান ঃ পৌরসভা কার্যালয়ের সভাকক্ষ।
সভার তারিখ ঃ ২৭/০৪/২০১৪ খ্রিঃ।
সভার সময় ঃ সকাল ১১:৩০ ঘটিকা।
সভার সভাপতি ঃ দেওয়ান নাজিম উদ্দিন
মেয়র, ধামরাই পৌরসভা, ঢাকা।
সভা নং ঃ
সভায় উপস্থিত কাউন্সিলরবৃন্দের নামঃ-
ক্রঃ নং | নাম ও পদবী | স্বাক্ষর |
০১. | জনাবা ফারহানা হোসেন, কাউন্সিলর সংরক্ষিত আসন, ওয়ার্ড নং- ১, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০২. | জনাবা শিরিন আকতার, কাউন্সিলর সংরক্ষিত আসন, ওয়ার্ড নং- ২, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০৩. | জনাবা সাহানাজ মোহাম্মদ, কাউন্সিলর সংরক্ষিত আসন, ওয়ার্ড নং- ৩, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০৪. | জনাব মোঃ শাহজাহান কবীর, সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০২, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০৫. | জনাব মোঃ মোকছেদ, সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০৩, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০৬. | জনাব তোবারক হোসেন (কামাল), সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০৪, ধামরাই পৌরসভা, ঢাকা | স্বাক্ষরিত |
০৭. | জনাব মোঃ শামিনুর রহমান, সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০৫, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০৮. | জনাব আলহাজ্ব সাহেব আলী, সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০৬, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০৯. | জনাব মোঃ নুরুল ইসলাম মহববত, সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০৭, ধামরাই পৌরসভা, ঢাকা | স্বাক্ষরিত |
১০. | জনাব মোঃ শহিদুল্লাহ্, সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০৮, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
১১. | জনাব মোঃ আবু সাইদ, সাধারণ আসনের কাউন্সিলর, ওয়ার্ড নং-০৯, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
সভায় উপস্থিত কর্মকর্তা/কর্মচারীবৃন্দঃ
ক্রঃ নং | নাম ও পদবী | স্বাক্ষর |
০১. | প্রকৌঃ কাজী মোঃ ফজলুল হক, সহকারী প্রকৌশলী, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০২. | চন্দনা রানী সরকার, সচিব, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
০৩. | মোঃ আবুল বাসার, প্রশাসনিক কর্মকর্তা, ধামরাই পৌরসভা, ঢাকা। | স্বাক্ষরিত |
সভার শুরুতে মেয়র মহোদয় ধামরাই পৌরসভাকে ‘‘খ’’ শ্রেণী থেকে ‘‘ক’’ শ্রেণীতে উন্নতি করণের জন্য সংসদে প্রস্তাব পেশ করায় এবং মন্ত্রনালয়ের প্রেরিত চিঠিতে জোর সুপারিশ করায় ঢাকা- ২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক সাহেব এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভায় কার্যক্রম শুরু করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র পৌরসভার লাইসেন্স পরিদর্শক জনাব মোঃ মানিক মিয়া।
২৭/০৪/২০১৪ ইং তারিখের সভার কার্যবিবরণীঃ-
(১) পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃসভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
(২) হাট বাজার ইজারা সংক্রান্ত আলোচনাঃ সচিব সভাকে জানান যে ১৪২১ বাংলা সনের জন্য ৮টি হাট/বাজার/ঘাট/টয়লেট/কসাই খানার মধ্যে ০৭টি মহালের ইজারা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ০১টি কাগুজিয়াপাড়া খেয়াঘাটের দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী ১লা বৈশাখ ১৪২১ হতে খাস আদায় কার্যক্রম চলামন আছে।
(৩) উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনাঃএ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে (১) ২নং ওয়ার্ডে খেদানী সাহেবের মার্কেট হতে ফজলুল হকের বাড়ী পর্যন্ত রাস্তা আর সি সি করণ (২) ৫নং ওয়ার্ডে কালিয়াগাড় রাস্তা হতে সুলতানের বাড়ী পর্যন্ত মাটি ভরাট। উপরোক্ত কাজগুলো করার সিদ্ধান্ত গৃহীত হয়।
(৪) পৌর কর সংক্রান্ত আলোচনাঃ পৌরকর আদায় সংক্রান্ত আলোচনায় মাননীয় মেয়র মহোদয় বড় বড় খেলাপী কর দাতাদের বকেয়া কর আদায়ে জোরদার প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ প্রদান করেন। বিশেষ করে দি ইমাকুলেট ও দি একমি ল্যাবরেটরী লিঃ এর চুড়ান্তকৃত কর আদায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সার্বিক কর নির্ধারণ ও আদায় কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
(৫) বিবিধঃ (ক) দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের বেতন বৃদ্ধি সম্পর্কে আলোচনাঃ ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ শহিদুল্লাহ সভাকে জানান যে, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অত্র পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। প্রাপ্ত বেতন দিয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টসাধ্য। ফলশ্রুতিতে যুক্তিসঙ্গত কারণে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য মেয়র বরাবর আবেদন করেন। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে মানবিক দিক ও পৌরসভার আর্থিকসঙ্গতি বিবেচনা করে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তঃ দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের ১৫০/- টাকার স্থলে ২৫/- টাকা বৃদ্ধি করে ১৭৫/- টাকা নির্ধারণ করা হয়।
(খ) ৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সাহেব আলী সভাকে জানান যে, বৈদ্যুতিক বাতি ও তার কেনাকাটায় নানাবিধ সমস্যা দেখা দেয়। চাহিদা মোতাবেক বাতি পেলেও তার পাওয়া যায় না। আবার তার পাওয়া গেলেও বাতি পাওয়া যায় না। সে জন্য বাতি ও তার কেনার পূর্বে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সমন্বয় করে কেনার জন্য সুপারিশ করেন। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তঃ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সমন্বয় করে তার ও বাতি কেনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(দেওয়ান নাজিম উদ্দিন)
মেয়র
ধামরাই পৌরসভা, ঢাকা।
স্মারক নং তারিখঃ......................ইং
অনুলিপিঃ সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনার্থেঃ
১। যুগ্ম সচিব (উন্নয়ন), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২-১৩। জনাব/জনাবা................................................, কাউন্সিলর, ..... নং ওয়ার্ড, ধামরাই পৌরসভা, ঢাকা।
১৪। নোটিশ বোর্ড।
১৫। অফিস কপি।
(দেওয়ান নাজিম উদ্দিন)
মেয়র
ধামরাই পৌরসভা, ঢাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS