বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই উপজেলা একটি ঐতিহ্যবাহী অঞ্চল। প্রাচীন বহু সভ্যতা ও সংস্কৃতিকে বুকে ধারণ করে আজও ধামরাই সগৌরবে মাথা উঁচু করে আছে। ধামরাই এর বহু জনপদ নদীকেন্দ্রিক হয়ে গড়ে উঠেছিল। এখানকার কৃষি ও শিল্পও একসময় নদীনির্ভর ছিলো। তার প্রধান কারণi ধামরাই উপজেলার ভেতর দিয়ে একসময় প্রবাহিত ছিলো বেশ কয়েকটি নদী। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বংশাই (বংশী), গাজীখালী, ধলেশ্বরী, কাকিলাজানি, কাজীগাং এবং হিরানদী। এসব নদীগুলো ধামরাই’র সাথে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, সিলেট ইত্যাদি অঞ্চলের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS